
‘পদ্মা সেতুর উদ্বোধন, দেশবাসীর স্বপ্নপূরন’ এই প্রতিপাদ্য নিয়ে স্বপ্নের পদ্মা সেতু’র ঐতিহাসিক এ অর্জনকে স্মরণীয় করে রাখতে জাতীয় অনুষ্ঠানের সাথে সঙ্গতি রেখে শনিবার (২৫ জুন) সকাল ১০টা থেকে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট চত্বরে বর্ণাঢ্য সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল, কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক হাজী রবিউল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা আওয়ামী লীগ ও জাসদ নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও পদ্মাসেতুর উদ্বোধনকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন উড়িয়ে দলে-দলে ঢাক-ঢোল ও বাদ্যের তালে তালে বর্ণাঢ্য আনন্দ র্যালি নিয়ে জেলা কালেক্টরেট চত্বরে আনন্দ সমাবেশে পরিণত হয়।
বিবার্তা/শরীফুল/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]