
নওগাঁর সদর উপজেলার বাবলাতলী নামক এলাকায় ট্রাকচাপায় সিনএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছে। এদের মধ্যে চারজন শিক্ষক ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (২৪ জুন) সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান মোরশেদ আলম।
স্থানীয়রা জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কে বাবলাতলি বলিহার কলেজের কাছে এই দুর্ঘটনা ঘটে। সিএনজি অটোরিকশাটি নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল, আর বিপরীত দিক থেকে আসছিল পোলট্রির খাবার বোঝাই ট্রাকটি। ঘটনাস্থলে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গেলে সিএনজিটিকে চাপা দেয় ট্রাকটি।
স্থানীয় ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুব আলম জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন শিক্ষক। তারা প্রশিক্ষণের জন্য রাজশাহী যাচ্ছিলেন। পথে এই ঘটনা ঘটে।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]