
বগুড়ায় ২২ মণ ওজনের ফ্রিজিয়ান হিরো আলমের দাম চাওয়া হয়েছে ৮ লাখ টাকা। কালো ও সাদা রঙের এই ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং উচ্চতা সাড়ে ৫ ফুট। ওজন প্রায় সাড়ে ২২ মণ।
বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়ার যুবক জিয়াম শখের বশে ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি পালন করেছেন। দেখতে সুন্দর হওয়ায় জিয়াম শখ করে এ ষাঁড়ের নাম দিয়েছেন হিরো আলম। গরুটি দেখতে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন। আসন্ন ঈদ উপলক্ষে এই ষাঁড়টি বিক্রি করবেন। গরুটির দাম চাচ্ছেন ৮ লাখ টাকা।
জিয়াম জানান, নিজ বাড়িতে তৈরি খামারে জন্ম নেয়া ফ্রিজিয়ান জাতের এই বাছুরটিকে দেশিয় পদ্ধতিতে লালন পালন করেছেন। নিয়মিত খাবার ও পরিচর্যা করার ফলে দিনে দিনে এই গরুটির ওজন বেড়ে সাড়ে ২২ মণ হয়েছে। কোনো ধরনের ক্ষতিকর ট্যাবলেট ও ইনজেকশন প্রয়োগ করা হয়নি। সম্পূর্ণ দেশিয় পদ্ধতিতে খড়, তাজা ঘাস, খৈল, ভুষি, চালের কুড়া, ভুট্টা, ভাতসহ পুষ্টিকর খাবারের মাধ্যমে লালন পালন করা হয়েছে। প্রতিনিয়ত চিকিৎসকের পরামর্শ নেয়া হয়।
তবে গরুটি তিনি কোনো হাটে না নিয়ে বাড়িতে খামারে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে বিক্রির চেষ্টা করছেন। ষাঁড়টি তিনি ৭ লাখ টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]