
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৫ নং শাঁখারীকাঠী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদুল হকের বিরুদ্ধে কাজ না করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের রাস্তা মেরামত ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ জুন) এলাকার মিয়া হওলাদারের পুত্র জাকির হোসেন হাওলাদার, মৃত সৈয়দ আলী হাওলাদারের পুত্র আ. ছালাম হাওলাদার, সফিজউদ্দিন হাওলাদারের ছেলে রুহুল আমিন হাওলাদারসহ স্থানীয়রা বিবার্তাকে জানান, আমাদের মেম্বার ‘গিলাতলা সাইজউদ্দিন এর বাড়ী থেকে শুকুর মোল্লার বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত’প্রকল্পের টাকাকাজ না করেইআত্মসাৎ করেছেন। ৪৫ হাজার ৩০৪ টাকার প্রকল্পের কাজে নামমাত্র টাকা ব্যয় করেছেন।
এ বিষয়ে স্থানীয় মেম্বার এমদাদুল হকের নিকট জানতে চাইলে তিনি বলেন, আপনার কিছু জানার থাকলে আপনি চেয়ারম্যানের কাছ থেকে জেনে নেন। তিনিই সব কিছু জানেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হাওলাদার জানান, আমার জানামতে কাজ না করে টাকা তোলার কোনো সুযোগ নাই।
বিবার্তা/মশিউর/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]