
চট্টগ্রামে চলন্ত বাসে এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় এক বাসচালক ও তার সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ মে) মধ্যরাতে নগরী ও জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুর ২টায় সিএমপির বাকলিয়া থানার ওসি রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার দুই জন হলো- চালক আনোয়ার হোসেন টিপু (২২) ও সহকারী জনি দাশ (২০)। আনোয়ার হোসেন জেলার দোহাজারীর দেওয়ানহাট এলাকার বাছা মিয়ার ছেলে। অপর জন জনি দাশ পটিয়া থানাধীন ডেংগাপাড়া কেলিশহর এলাকার মিঠুন দাশের ছেলে বলে
তিনি বলেন, গত ১৫ মে চান্দগাঁও থানা এলাকায় একটি পোশাক কারখানার ওই নারী শ্রমিক অন্য কর্মীদের সঙ্গে প্রতিষ্ঠানটির নিয়োজিত বাসে বাসার উদ্দেশে রওনা হন। বাসে ভিকটিমসহ আরো ১০-১২ জন পোশাককর্মী ছিলেন। তারা বহদ্দারহাটে গন্তব্যে নেমে যান।
এরপর ভিকটিমকে একা পেয়ে চালক ও তার সহকারী ধর্ষণের চেষ্টা চালায়। এ অবস্থায় ওই নারী কর্মী বহদ্দারহাট সংলগ্ন এলাকায় চলন্ত বাস থেকে ঝাঁপ দিয়ে রক্ষা পান। তবে এতে তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
ভিকটিম সুস্থ হলে পুলিশকে সব খুলে বলেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ তদন্তে নেমে রাতেই হাটহাজারী উপজেলার একটি বাড়ি থেকে বাসচালক আনোয়ার হোসেন টিপু (২২) ও সহকারী জনি দাশকে (২০) গ্রেফতার করে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]