
ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস নদীতে পড়ে দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। রবিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাড়বাড়িয়া গাজীখালী নদীতে এ ঘটনা ঘটে।
নিহত দুই বাস যাত্রীর নাম অখিল চন্দ্র দাস ও নিখিল চন্দ্র দাস। তারা ফরিদপুর জেলার সদর উপজেলার নপোল দাস ও গোপাল দাসের ছেলে।
পুলিশ বলছে, ঢাকা থেকে পাটুরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা সেলফি পরিবহনের যাত্রীবাহী বাসটি চালক বেপোয়ারা গতিতে চালাচ্ছিলেন। এসময় বাসটি ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইর বাড়বাড়িয়া এলাকায় গাজীখালী নদীর কাছে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়।
এসময় বাসে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় অন্তত ৩০ জন। পরে খবর পেয়ে স্থানীয়রা আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে
চিকিৎসার জন্য।
পুলিশ নিহত দুই জনের লাশ উদ্ধার করেছে। গত কয়েকদিনে সেলফি পরিবহনের বাস অন্তত দশটি দুর্ঘটনা ঘটিয়েছে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ওসি মনরিুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]