
ঠাকুরগাঁওয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২২ মে) ভোর রাতে অভিযান চালিয়ে তাদের নিজ বাসা থেকে আটক করা হয়। এর আগে শনিবার (২১ মে) ভুক্তভোগির পরিবার বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় একটি এজহার দাখিল করেন।
আটককৃতরা হলেন- সদর উপজেলার ফুটানি বাজার এলাকার সোলায়মান আলীর ছেলে মো. দুলাল (৩০), চুনিহাড়ি গ্রামের বাসিন্দা মো. সাজু। অন্য আসামিরা হলেন- দুলাল (৩৫), আলমগীর (৪০), হাফিজুর ইসলাম (৪৫) ও খোকন (৫০)।
ধর্ষণের ঘটনায় দুই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি তানভিরুল ইসলাম।
জানা যায়, স্কুলে যাতায়াতকালে প্রায়ই মেয়েটিকে প্রেম নিবেদনসহ কূ-প্রস্তাব দিয়ে আসছিলো আসামিরা। গত ১৬ মে স্কুল থেকে ফেরার পথে আসামিরা ওই ছাত্রীর পথরোধ করে জোরপূর্বক অটোবাইকযোগে স্থানীয় একটি অফিসে নিয়ে যায়। এসময় স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে দুলাল।
বিবার্তা/বিধান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]