
টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলজট সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে ও অলিগলির ছোট সড়ক। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
শনিবার (২১ মে) সকালে চট্টগ্রাম নগরীর মুরাদপুর, বহদ্দার হাট, চকবাজার, দুই নম্বর গেইট, আগ্রাবাদ সিডিএ আবাসিক, ঈদগা, গোসাইলডাঙ্গা, শান্তিবাগ, হালিশহর, চান্দগাঁও, বাকলিয়া এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।
এর মধ্যে, দুই নম্বর গেইট এলাকায় প্রায় কোমর সমান পানিতে তলিয়ে যায়। এসময় অফিসগামী ও প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষকে দুর্ভোগে পড়তে হয়।
পারভেজ উর রহমান নামের ষোলশহর এলাকার এক বাসিন্দা বলেন, সামান্য বৃষ্টিতেই পানি উঠে গেছে দুই নম্বর গেট এলাকায়। ভারী বৃষ্টি হলে পানি তো আরো বেশি জমবে। প্রতিবছরই বর্ষা এলে আমাদের দুর্ভোগে পড়তে হয়। পানির কারণে গাড়ি না পেয়ে অতিরিক্ত রিকশা ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে।
আশেকুর রহমান নামে এক চাকরিজীবী বলেন, সিডিএ থেকেই প্রতিবছরই বর্ষা এলেই বলা হয় এ বছর পানি কম উঠবে। কিন্তু দুই নম্বর গেট এলাকার কোনো উন্নতি দেখছি না।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]