
কুষ্টিয়ার লাহিনী বটতলা এলাকায় সিএনজি চালিত মাহেন্দ্র ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ মে) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
নিহতরা হলেন- রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মেঘনা গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী হেলেনা বেগম (৫৫) এবং মাহেন্দ্র গাড়ির চালকের (৪০) পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহেন্দ্র কুষ্টিয়ার লাহিনী বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহেন্দ্র গাড়ির যাত্রী হেলেনা বেগম ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের সহযোগিতায় মাহেন্দ্র গাড়ীর চালকসহ আহত ৪ জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথেই মারা যান মাহেন্দ্র গাড়ীর চালক। আহত অপর তিনজনকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নিহত হেলেনা বেগমের মেয়ে রয়েছেন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হেলানা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে ঘটনাস্থল থেকে ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা নিশ্চিত করে বলেছেন, বিষয়টি হাওয়ে পুলিশ দেখছেন।
বিবার্তা/শরীফুল/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]