
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সময় বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার সুন্দর পাহাড়ি গ্রামের এই হতাহতের ঘটনা ঘটে।
মৃত তিন শিশু হলেন- সুন্দর পাহাড়ি গ্রামের কৃষক আব্দুল হালিমের মেয়ে তাওহিদা বেগম (১১), ফজর আলীর মেয়ে রিপা বেগম ও আব্দুল আজিজের ছেলে আমিরুলের (১১) মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে ১৫-২০ জন চিনাবাদাম তোলার কাজ করছিলেন। হঠাৎ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারেননি। এক পর্যায়ে আকস্মিক বজ্রপাতে ক্ষেতেই তিন শিশু মারা যান। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়ে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, পাহাড়ি ঢলে বিভিন্ন এলাকার বাদাম খেত ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এমন অবস্থায় সুন্দর পাহাড়ি গ্রামের বাদাম চাষিরা পরিবারের শিশু-নারীসহ সবাইকে নিয়ে বাদাম তুলতে যান। দুপুর ১২টার দিকে ঝড়ের সময় বজ্রপাতের ঘটনা ঘটে। সেই বজ্রপাতে ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রায়হান কবীর বলেন, বজ্রপাতে যারা মারা গেছেন তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]