
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় ৩২০০ পিস ইয়াবাসহ ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। আটক মাদক ব্যবসায়ী মো. সালমান ওরফে শাহালম মৃত ফিরোজ মিয়ার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান পরিচালনা করে। এতে জেলার বিজয়নগরের জলিলপুর গ্রামের শাহালমের বাড়িতে রাখা সিএনজি চালিত অটোরিকসা তল্লাশী করে ৩২০০ পিস ইয়াবাসহ ৬ কেজি গাঁজা উদ্ধার করে। এছাড়াও ১টি সিএনজি, ১টি মোটরসাইকেল, নগদ পঞ্চাশ হাজার টাকাসহ মোবাইল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতার সালাম ও পলাতক আরো দুই আসামির বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা রুজু করা হয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]