
লক্ষ্মীপুরে যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
সদর পূর্ব, পশ্চিম ও পৌর যুবলীগের আয়োজনে এ ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবলীগের সভাপতিও সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু।
সদর পশ্চিম যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটুর সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক মাহবুব, মো. ইসমাইল হোসেন, মমিন উল্লাহ সবুজ, পৌর যুবলীগের আহ্বায়ক আল-আমিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. তফসির আহম্মেদ, ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল রাজ্জাক রাসেল ও যুবলীগ নেতা সাইফ উদ্দিন আফলু, জয় রকি ও সাইফুল ইসলাম সোহাগসহ বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী।
যুবলীগ নেতা টিটু চৌধুরী বলেন, দীর্ঘদিন পর প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ ও ইফতার করে সকলেই আনন্দিত। সবসময় যুবলীগের সকল ইউনিট ঐক্যবদ্ধ।
সদর পশ্চিম যুবলীগের পক্ষ থেকে সবাই আগাম ঈদের শুভেচ্ছা জানান টিটু চৌধুরী।
বিবার্তা/সুমন/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]