
রাজধানীর ভাটারা পূর্ব নুরেরচালা এলাকায় একটি ভবন থেকে পড়ে মাহমুদ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে নুরেরচালা অটোস্ট্যান্ড সংলগ্ন নির্মাণাধীন একতলা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। তিনি নুরেরচালা বোর্ডঘাট এলাকায় থাকতেন।
ওই ভবনের ঠিকাদার মো. আলী হোসেন জানান, তারা একতলা ভবনটির ছাদে কলম তৈরির জন্য কাঠ দিয়ে স্যান্টারিং করছিলো। তখন সেখানে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায় সে। পড়ার সময় বিদ্যুতের তারেও স্পৃষ্ট হয়। এতে তার মাথাসহ শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পায়। দেখতে পেয়ে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।
বিবার্তা/আশিক
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]