
কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের হামজার ডেইল এলাকা থেকে নিঁখোজের ৫ ঘণ্টা পর রাফি নামের ৪ বছরের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) রাত ৯ টার দিকে স্থানীয় একটি ময়লার স্তুপ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
শিশু রাফি ইসলাম ইরফান (৪) হামজার ডেইল এলাকার রফিকুল ইসলামের ছেলে । তারা কক্সবাজার শহরের মাদ্রাসা পাড়া থেকে স্থানান্তর হয়ে হামজার ডেইল এলাকায় আসেন।
বিষয়টি নিশ্চিত করোছেন স্থানীয় চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী ।
তিনি বলেন, ঘটনাটি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে তা পরে জানা যাবে।
নিহত শিশুর বাবা রফিকুল ইসলাম বলেন, বুধবার বিকাল ৪টার দিকে রাফি নিখোঁজ হয়। বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে রাতে ময়লার স্তুপে লাশ খুঁজে পাই।
তবে তিনি অভিযোগ করে বলেন, একটি পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলছিলো। এ ব্যাপারে চেয়ারম্যানের কার্যালয়ে সালিশী বৈঠকের কথা ছিলো। এরই মধ্যে আমার ছেলে রাফির নিঁখোজের পর লাশ পাওয়া যায়।'
স্থানীয়রা জানান, স্থানীয় বদিউল আলম প্রকাশ রোহিঙ্গা বৈদ্যর খামারের ময়লার স্তুপে লাশটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বা অন্য কোনো দুর্ঘটনায় শিশুটি মারা গেছে।
বিবার্তা/ইমরান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]