
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থেকে ওয়ান স্যুটারগান ও ২ টি কার্তুজসহ ২ জনকে গ্রেফতার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।
সোমবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে বালিয়াকান্দির জঙ্গল বাজারে অবস্থিত সনজিত বারইয়ের মুদি ও ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের নিখিল বিশ্বাসের ছেলে অনুপম বিশ্বাস (২৮) একই গ্রামের মৃত দশরথ মন্ডলের ছেলে বিশ্বজিত মন্ডল (৪০)।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমি ও এসআই রাজিবুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ জঙ্গল বাজারে অবস্থিত সনজিত বারইয়ের মুদি ও ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ওয়ান স্যুটারগান ও ২ টি কার্তুজসহ তাদেরকে আটক করা হয়।
এবিষয়ে এসআই রাজিবুল ইসলাম বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অস্ত্র আইনের ১৯ (এএফ) ধারায় একটি মামলা দায়ের করেন এবং গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
বিবার্তা/মিঠুন/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]