
রাজধানীর পুরানা পল্টনের ঢাকা হোটেলে নিয়ে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই অভিযুক্ত ধর্ষক ইয়াসিন আরাফাত (২৮) পলাতক রয়েছে।
রবিবার (২৩ জানুয়ারি) বিকালে ভুক্তভোগী ওই কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
ধর্ষণের শিকার ওই কিশোরী বলেন, ফেসবুকের মাধ্যমে ইয়াসিনের সঙ্গে আমার ২ বছর ধরে পরিচয়। একপর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সে গত ১৩ জানুয়ারি ফোন করে আমাকে পুরানা পল্টনের ঢাকা হোটেলের সামনে আসতে বলে। পরে আমি আসলে সে আমাকে ভয়ভীতি দেখিয়ে হোটেলে নিয়ে যায়। সারারাত সে আমাকে হোটেলের ৫০৪ নম্বর রুমে কয়েকবার ধর্ষণ করে।
তিনি বলেন, আমাকে দুই এক দিনের মধ্যে বিয়ের প্রলোভন দিয়ে সে পালিয়ে যায়। এরপর আমি বিষয়টি আমার মাকে জানাই। পরে পরিবারের সঙ্গে কথা বলে শনিবার (২২ জানুয়ারি) আমি বাদী হয়ে শাহবাগ থানার একটি ধর্ষণ মামলা দায়ের করি।
শাহবাগ থানার এসআই আরিফ বলেন, শাহবাগ থানায় ভুক্তভোগী এক কিশোরী একটি মামলা (মামলা নং-৩৮) দায়ের করেছেন। ওই ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি করা হয়েছে। আসামি ইয়াসিন আরাফাতকে গ্রেফতারের অভিযান চলছে।
বিবার্তা/খলিল/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]