শিরোনাম
বাবাকে হত্যা করে সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে ছেলে!
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০৮:৪৬
বাবাকে হত্যা করে সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে ছেলে!
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনার রূপসায় বাবাকে খুন করে সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখার প্রায় ৭ মাস পর লাশ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যার পরে পুলিশ ওই বাড়ির সেপটিক ট্যাংক থেকে নিহত ভ্যানচালক এনামুলের গলিত লাশ উদ্ধার করে।


এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে নিহতের ছেলে নিয়ামুল ইসলাম ও তার সহযোগী জুম্মানকে আটক করেছে পুলিশ।


এর আগে বুধবার (২৯ ডিসেম্বর) নিয়ামুল ইসলাম তানভির তার ছোট ভাই নাঈমকে মারধর করলে এক পর্যায়ে নাঈম চিৎকার করে তার বাবার হত্যার কথা বলতে থাকে। বিষয়টি এলাকাবাসী শুনতে পেলে নিয়ামুল দিঘলিয়ার একটি গ্রামে আত্মগোপন করে। পরে পুলিশ পলাতক ব্যক্তিকে আটক করে এবং এনামুল হকের গলিত লাশ উদ্ধার করে।


খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ বলেন, প্রায় ৭ মাস আগে আনুমানিক ২৬ রমজান রাতে এ হত্যার ঘটনা ঘটে। রূপসা উপজেলার আইচগাতীর শোলপুর গ্রামে নিয়ামুল তার সহযোগী জুম্মানকে নিয়ে মসলা বাটার শিল দিয়ে মাথায় আঘাত করে বাবা এনামুল হককে হত্যা করে। পরবর্তীকালে ওই রাতেই মরদেহ নিয়ামুল তাদের বাড়ির পায়খানার সেপটিক ট্যাংকের ভেতর ফেলে দেয়।


এ ঘটনায় নিহতের ভাই শেখ আলাউদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। তিনি এই হত্যাকাণ্ডের বিচার চান। নিহতের লাশের কংকাল ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



বিবার্তা/বাবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com