শিরোনাম
পড়ার মাধ্যমে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটবে: চট্টগ্রাম ডিসি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২১, ১৯:৩৬
পড়ার মাধ্যমে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটবে: চট্টগ্রাম ডিসি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, বই মানুষের সর্বোত্তম বন্ধু। আগামী প্রজন্ম বই পড়ার কারিগর। আলোকিত মানুষ হতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। বই পড়ার মাধ্যমে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটবে। আগামী প্রজন্ম বই পড়ায় উদ্বুদ্ধ হয়ে ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে আসবে।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন, মহান স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে আয়োজিত ৪ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ বই মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, বই কিনি, বই পড়ি, সৃজনশীল চর্চা করি-এটাই হোক মেলার সার্থকতা। বই পড়ে মানুষ নিজের অবস্থানকে মজবুত করতে পারে। বই-ই মানুষের মান মর্যাদা বৃদ্ধি করতে পারে। জ্ঞান অর্জন করার মানুষের যে প্রয়াস তাতে বেশি বেশি করে বই পড়তে হবে। বই পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। বই পড়েই কেবল আলোকিত মানুষ হওয়া যায়। শিক্ষায় শিক্ষিত ও মেধা অর্জন করতে হলে বইকে নিত্য সঙ্গী হিসেবে গ্রহণ করতে হবে। লেখক যাদের উদ্দেশ্যে বই লেখেন তারাই যদি নিয়মিত বই পড়েন তাহলে সফলতা আসবে।


সভা শেষে বেলুন উড়িয়ে ৪ দিনব্যাপী বই মেলার শুভ উদ্বোধন করেন ডিসি। এরপর বই মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা প্রশাসন বই মেলার আয়োজন করেন। রবিবার (২ জানুয়ারী) বই মেলার সমাপ্তি ঘটবে।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ বই মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক ড. বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু রায়হান দোলন, বিভাগীয় সরকারী গণ গ্রন্থাগারের উপ-পরিচালক এএইচএম কামরুজ্জামান ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপু।


অনুষ্ঠানে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। মেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।


বিবার্তা/জাহিদ/এসএফ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com