শিরোনাম
পঞ্চগড়ে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ বই মেলার শুভ উদ্বোধন
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২১, ১৭:৩৪
পঞ্চগড়ে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ বই মেলার শুভ উদ্বোধন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পঞ্চগড়ে ৪ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ বই মেলার শুভ উদ্বোধন করা হযেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এই বই মেলার আযোজন করা হয়।


জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে বই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী এ্যাড. মো. নুরুল ইসলাম সুজন।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়- ১ আসনের সাংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম ও পৌর মেয়র জাকিয়া খাতুন।


এ সময় সরকারি বেসকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বই মেলায় ২২টি স্টোল অংশ নেয়।


বিবার্তা/বিপ্লব/এসএফ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com