শিরোনাম
গাইবান্ধায় ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ বইমেলা শুরু
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২১, ১৭:০৪
গাইবান্ধায় ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ বইমেলা শুরু
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) গাইবান্ধায় চার দিনব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক বইমেলা শুরু হয়েছে। স্থানীয় পৌর পার্ক চত্বরে বিকেল ৩টায় বইমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। মেলায় ২৫টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত এই মেলার আয়োজন করেছে।


বইমেলা উপলক্ষে মেলা মঞ্চে প্রতিদিন বিকেলে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শেষ দিন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
এ উপলক্ষে বৃস্পতিবার দুপুরে জেলা প্রশাসন এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায়। জেলা প্রশাসক আবদুল মতিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ডিডিএলজি মোছা. রোকসানা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান, এনডিসি এসএম ফয়েজ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলম প্রমুখ।


বিবার্তা/শামীম/জনি/এসএফ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com