শিরোনাম
চট্টগ্রামে পাঁচ ‘জিনের বাদশা’ আটক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২১, ০৯:১৩
চট্টগ্রামে পাঁচ ‘জিনের বাদশা’ আটক
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামে জিনের বাদশা সেজে প্রতারণার মাধ্যমে জনসাধারণের থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‍্যাব।


রবিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। এর আগে শনিবার চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটক পাঁচজন হলেন- মো. সাজেদ আফসার (২১), মো. জাহিদুল আলম (২৪), মো. আবুল কালাম ওরফে রাজন (২১), মো. তানজিল (১৯) ও মো. সজিব (১৯)।


সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, নোয়াপাড়া এলাকায় একটি প্রতারক চক্র জিন-পরীদের বাদশা সেজে পারিবারিক, সামাজিক ও আর্থিক সমস্যসহ সকল সমস্যার সমাধান করে দেবে বলে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলো।


খবর পেয়ে অভিযান চালিয়ে নোয়াপাড়া থেকে পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/এমও

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com