শিরোনাম
হাতীবান্ধায় সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ১৪:৪৫
হাতীবান্ধায় সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হিন্দু সুরক্ষা আইন বাস্তবায়ন, সারা দেশে প্রতিমা ভাংচুর, অগ্নি সংযোগ, কিশোরী ধর্ষণসহ হত্যার প্রতিবাদে লালমনিরহাটের হাতীবান্ধায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন সমাবেশ করেছে হিন্দু সম্প্রদায়। এতে উপজেলার হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ অংশ গ্রহন করেন।


শনিবার (২৩ অক্টোবর) সকাল উপজেলার কেন্দ্রীয় মন্দির থেকে একটি মিছিল বের হয়। পরে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটে মানবন্ধন সমাবেশে অংশ নেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সাধারন সম্পাদক গোপাল চন্দ্র রায়, হাতীবান্ধা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার সিংহ, সাধারণ সম্পাদক গজেন্দ্র নাথ, সাবেক সাধারণ সম্পাদক উপেন্দ্র নাথ, হিন্দু-বৈধ্য-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অশ্বনী কুমার বসুনিয়া ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি রানী সরকার।


হিন্দু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিমা ভাংচুর, মন্দিরে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়া না হলে আমরা কঠোর কর্মসূচীর ঘোষনা দিবো।
বিবার্তা/তমাল/এমবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com