শিরোনাম
প্রতিমা ভাংচুর ও হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন
প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ১২:৩১
প্রতিমা ভাংচুর ও হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা মন্ডপে প্রতিমা ভাংচুর ও বাড়ি-ঘরে অগ্নি সংযোগ করে লুট-পাট, খুন, ধর্ষনের প্রতিবাদ এবং দোষীদের বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বরিশাল গণ নাট্য সংস্থার আয়োজনে শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।


এসময় বরিশাল জেলা ও বিভাগের বাংলাদেশ ব্রাম্মণ সংসদ এবং পুরোহিত কল্যান সমিতি মানববন্ধনে অংশগ্রহণ করে ঘটনার প্রতিবাদ জানায়।
গণ নাট্য সংস্থার সভাপতি হারুন-অর-রশীদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, এদেশে ধর্ম নিয়ে যে রাজনীতি চলছে তা সরকরকে বন্ধ করতে হবে। মহান স্বাধীনতার যুদ্ধে এদেশের হিন্দু-মুসলমান-খ্রীষ্টান ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছে। আজ হিন্দু ধর্মালম্বীদের ধর্ম পালনে যারা বাধাঁর সৃষ্টি করছে তারা স্বাধীনতা বিরোধী। সরকারের উচিত হবে এধরনের কর্মকান্ডে যারা জড়িত, তাদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা।


বিবার্তা/জসিম/এমবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com