শিরোনাম
হিলিতে কমছে শীতকালীন সবজির দাম
প্রকাশ : ২০ অক্টোবর ২০২১, ২১:৪৪
হিলিতে কমছে শীতকালীন সবজির দাম
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। ফলে দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। ফলে স্বস্তি ফিরছে সাধারণ ক্রেতাদের মাঝে। সরবরাহ বৃদ্ধি পেলে দাম আরো কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা।


এদিকে বন্দরের খুচরা বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দাম কমে প্রতি কেজি ৩২ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।


বুধবার (২০ অক্টোবর) দুপুরে হিলি বন্দরের খুচরা বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি কেজি ৫০ টাকা, বাঁধাকপি কেজি ৫০ টাকা, মুলার কেজি ২০ টাকা, বেগুন ৪০ টাকা, গাজর ৬০ টাকা, শিম ৬০ টাকা, পটল ২০ টাকা, পুরাতন আলু ১৫ টাকা, টমেটো ৮০ টাকা, পেঁপে ১৫ টাকা, করলা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচ দাম কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়।


বন্দরের খুচরা বাজারে সবজি কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, বাজারে অনেক নতুন নতুন শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। ফলে দাম আগের চেয়ে অনেকটা কম মনে হচ্ছে।


বাজারে সবজি কিনতে আসা গৃহিণী আলতাফুননেছা বলেন, ৩/৪ দিন আগে যে বেগুন ৫০ টাকা কেজি কিনেছিলাম আজ সেই বেগুন ৩৫ টাকায় কিনলাম। পটল ছিলো ২৫ টাকা তা এখন ২০ টাকা, পেঁপে ছিলো ২০ টাকা এখন ১৫ টাকা কেজি। এছাড়া বাজারে সবজির পাশাপাশি পেঁয়াজ ও কাঁচা মরিচের দামও অনেকটা কমেছে। পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকা থেকে কমে ৩২-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। ফলে আমরা সাধারণ ক্রেতারা অনেকটা স্বস্তিতে আছি।


হিলি বন্দরের খুচরা বাজারের সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করায় দাম কমছে। পাশাপাশি পেঁয়াজ ও কাঁচা মরিচের দামও অনেকটা কমেছে। সরবরাহ বাড়লে দাম আরো কমে আসবে বলে মনে করেন তিনি।


বিবার্তা/রব্বানী/আশিক/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com