শিরোনাম
লামায় মন্দিরে আক্রমণের ঘটনায় দুই মামলা, আটক ৪
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ১২:৪৩
লামায় মন্দিরে আক্রমণের ঘটনায় দুই মামলা, আটক ৪
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লায় কোরআন শরীফ অবমাননার জের ধরে ১৪ অক্টোবর বান্দরবানের লামায় পুলিশ ও কেন্দ্রীয় হরি মন্দিরে আক্রমণের ঘটনায় পৃথক দু’টি মামলা করা হয়েছে। মামলায় ১৪২ জনকে এজাহার নামীয় ও ৪৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে পুলিশ।


রবিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন ও কেন্দ্রীয় হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রশান্ত ভট্টাচার্য বাদী হয়ে মামলা দুটি করেন।


জানা যায়, পুলিশের মামলায় উপজেলা শহরের বাজার পাড়ার বাসিন্দা মো. মাইন উদ্দিনের ছেলে মো. শাহীনকে প্রধান করে আরো ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করে মামলাটি করা হয়।


এদিকে একই দিনে মন্দির ও দোকানপাট ভাংচুর, লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করা হয়েছে বলে জানান, লামা কেন্দ্রীয় হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রশান্ত ভট্টাচার্য।


তিনি বলেন, ৯৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০-২৫০ জনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়।


হামলার ঘটনায় পৃৃথক দুইটি মামলার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আলমগীর সাংবাদিকদের বলেন, সোমবার বিকাল পর্যন্ত এসব মামলায় ৪জনকে আটক করা হয়েছে।


বিবার্তা/আরমান/আশিক/এমও

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com