শিরোনাম
নানা আয়োজনে সাপাহারে শেখ রাসেলের জন্মদিন পালন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২১, ১৫:১৩
নানা আয়োজনে সাপাহারে শেখ রাসেলের জন্মদিন পালন
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

"শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস" স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন হয়েছে।


সোমবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন খাদ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদার এমপি।


উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান হোসেন, উপজেলা কৃষি অফিসার মুজিবুর রহমান, প্রাণি সম্পদ অফিসার ডা. অশীষ কুমার দেবনাথ, ওসি তারেকুর রহমান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী।


এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ সারোয়ার রেজাসহ উপজেলা প্রশাসনের সকল দফতরের অফিসার, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। সভা শেষে শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।


বিবার্তা/নয়ন/আশিক/এমবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com