শিরোনাম
ইলিশ ধরায় কাউখালীতে জেলের এক বছরের কারাদণ্ড
প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ১৭:৪৫
ইলিশ ধরায় কাউখালীতে জেলের এক বছরের কারাদণ্ড
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে কচাঁ নদীতে মা ইলিশ ধরার অভিযোগে রুবেল শেখ(৩০) নামের এক জেলেকে এক বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


সোমবার (১১ অক্টোবর) দুপুরে আটক জেলেকে এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি।


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে কচাঁ ও সন্ধ্যা নদীর বিভিন্ন স্থানে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর।


এ সময় কচাঁ নদীর পাঙ্গাসিয়া এলাকা থেকে এক জেলেকে আটক করে কাউখালী থানা ও নৌ পুলিশের একটি টিম। এ সময় এক হাজার মিটার কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত জেলে রুবেল শেখ পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।


বিবার্তা/রবিন/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com