শিরোনাম
গাইবান্ধার সাকোয়ায় ইপিজেড স্থাপনের দাবিতে মিছিল-সমাবেশ
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২১, ১৮:০৭
গাইবান্ধার সাকোয়ায় ইপিজেড স্থাপনের দাবিতে মিছিল-সমাবেশ
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও গণসমাবেশের কর্মসূচি পালিত হয়েছে।


শনিবার (৯ অক্টোবর) দুপুরের ঢোলভাঙ্গা বাজারে এ কর্মসূচি পালিত হয়। সাকোয়া ব্রিজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চের আয়োজনে এসব কর্মসূচির পালন করে।


গণসমাবেশে জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনার সভাপতিত্বে বক্তব্য দেন গাইবান্ধা নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সিপিবি জেলা শাখার সভাপতি মিহির ঘোষ, জেলা গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনুসহ মৃনাল কান্তি বর্মন, ওয়ারেছ আলী, কাজী একরাম হোসেন, অঞ্জলী রাণী প্রমুখ।


বক্তারা বলেন, গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড নির্মিত হলে রাজপথ, রেলপথ, নৌপথ, হেলিপ্যাড ব্যবহারের সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। এছাড়া সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা, সাদুল্যাপুর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও গাইবান্ধা সদর উপজেলার কর্মজীবী মানুষসহ আশেপাশের জেলার কর্মজীবী মানুষ ইপিজেডে সহজ যোগাযোগের কারণে যাতায়াত করতে পারবে।


বিবার্তা/এএইচএস/ইমরান


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com