শিরোনাম
নাজিরপুরে মৎস্য আহরণের অপরাধে একজনের জেল
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ২১:৩৪
নাজিরপুরে মৎস্য আহরণের অপরাধে একজনের জেল
নাজিরপুর(পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের নাজিরপুরে অবৈধ ভাবে মৎস্য আহরণের অপরাধে শরিফ মোল্লা (২৩) নামে এক জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ মাসের জেল দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।


জানা গেছে, বৃহস্পতিবার ( ৭ অক্টোবর) উপজেলা মৎস্য অধিদফতরের অভিযান চলাকালে ঐ জেলে নিষিদ্ধ অবৈধ জাল দিয়ে মাছ ধরার সময় উপজেলার তৈয়বের হাট সংলগ্ন নদী থেকে ১১ টি অবৈধ চায়না দুয়ারি জালসহ জেলেকে আটক করেন।


নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওবায়দুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং ১৮৬০ সালের দন্ডবিধি আইনের ১৮৮ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।


পরে জব্দকৃত লক্ষ্যাধিক টাকার জাল উপজেলা চত্বরে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন।


বিবার্তা/মশিউর/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com