শিরোনাম
গাইবান্ধায় প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ১৭:২৪
গাইবান্ধায় প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চাচীয়ামীরগঞ্জ সাহাপাড়া সর্বজনীন অস্থায়ী দুর্গামন্দিরে গতকাল গভীর রাতে প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা।


বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে বিষয়টি জানতে পেরে মন্দির কমিটির সভাপতি শ্রী. চন্দন সাহা পুলিশকে খবর দেয়। তবে এ ঘটনায় জড়িতদের কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।


স্থানীয়রা জানান, আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে উপজেলার চাচীয়ামীরগঞ্জ সাহাপাড়া অস্থায়ী মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছিল।


সকালে মণ্ডপ কমিটির সদস্যরা দেখতে পান সেখানে নির্মাণাধীণ প্রায় সবগেুলো প্রতিমার অংশবিশেষ ভাংচুর করা হয়েছে। পরে পুলিশের উপস্থিতিতে প্রতিমা গুলোকে পানিতে বিসর্জন দেয়া হয়।


উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী নিমাই চন্দ্র ভট্টাচার্য বলেন, প্রতিমা ভাংচুরের সঙ্গে জড়িতরা স্থানীয়দের মধ্যে বিদ্যমান সৌহার্দ্য, সম্প্রতি ও ভ্রাতৃত্ব নষ্টের চেষ্টা করছে। তাদের দ্রুত আইনের আওতায় নেয়ার দাবি করছি।


পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। প্রকৃত দোষীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।


বিবার্তা/এএইচএস/ইমরান



সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com