শিরোনাম
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীর মৃত্যু
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৫
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীর মৃত্যু
শার্শা (যশোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার সময় ইমিগ্রেশনের ভিতর আব্দুর রহিম (৪৮) নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।


রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ভবনে এ ঘটনা ঘটে। সে ঢাকার দক্ষিন খান এলাকার মো. জহিরুল হকের ছেলে। তার পাসপোর্ট নং ইবি-০৫৮৪৭৫৩।


বেনাপোল ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আব্দুর রহিম উন্নত চিকিৎসার জন্য গত ১৫ সেপ্টেম্বর বেনাপোল চেকপোষ্ট দিয়ে মেডিকেল ভিসা নিয়ে ভারতে যায়। ভারতের ভেলোরে ডাক্তার দেখিয়ে তিনি আজ রবিবার দুপুরের দিকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরে আসেন। ইমিগ্রেশনে পাসপোর্টে সিল মারা জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিয়ে শারীরিক অসুস্থতার কারনে চেয়ারে বসে পড়েন। পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ দ্রুত তার কার্যক্রম শেষ করে দেন। ইমিগ্রেশন থেকে বের হওয়ার সময় আন্তজার্তিক প্যাসেঞ্জার র্টামিনাল ভবনে ঢলে পড়েন। পরে ইমিগ্রেশনে কর্মরত ডাক্তাররা তাকে মৃত্যু ঘোষনা করেন। নিহতের পরিবারের সাথে কথা বলে নিহতের লাশ তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয় বলে ওসি জানান।


বিবার্তা/নয়ন/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com