শিরোনাম
আবহাওয়া ভাল থাকলে চা উৎপাদনে রেকর্ড হবে : চা বোর্ড চেয়ারম্যান
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৮
আবহাওয়া ভাল থাকলে চা উৎপাদনে রেকর্ড হবে : চা বোর্ড চেয়ারম্যান
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রে শুরু হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌ বাহিনীর অফিসারদের জন্য ২ সপ্তাহ ব্যাপী চা আস্বাদন ও মান নিয়ন্ত্রন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।


রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজরের শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের সেমিনার হলে এ কর্মশালার উদ্বোধন করেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি।
বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক ও কোর্স সমন্বয়কারী ড. মো. ইসমাইল হোসেন।


কর্মশালায় চা বোর্ডেও চেয়ারম্যান বলেন, প্রতি বছর ৬ মিলিয়ন কেজি চা দেশীয় বাজার থেকে বাংলাদেশ সেনাবাহিনী ক্রয় করে থাকে। যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে তাহলে তার গুনগত মান সঠিক ভাবে বুঝা যাবে না। এ প্রশিক্ষন এ ক্ষেত্রেও কাজে লাগবে। এ সময় তিনি আরো বলেন, চা শিল্পের উন্নয়নে বাংলাদেশ চা বোর্ড বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যদি শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকে তাহলে চা উৎপাদনে এই বছর রেকর্ড বছর হবে।


বিবার্তা/রিয়ন/ইমরান



সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com