শিরোনাম
গাইবান্ধার সাদুল্লাপুরে ৩৩৩-এ ফোন করে খাদ্য পেল ৬০ কর্মহীন পরিবার
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৪
গাইবান্ধার সাদুল্লাপুরে ৩৩৩-এ ফোন করে খাদ্য পেল ৬০ কর্মহীন পরিবার
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় হেল্প লাইন ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেয়েছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬০টি কর্মহীন ও অসহায় পরিবারের মানুষ।


শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সাদুল্লাপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


কোভিট-১৯ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এই খাদ্য সামগ্রী তুলে দেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহারিয়া খান বিপ্লব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম।


খাদ্য সহায়তার মধ্যে ছিলো পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া ও ১ কেজি লবন।


সাদুল্লাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রেজাউল করীম জানান, উপজেলার ১১ ইউনিয়নের খাদ্য সংকটে পড়া পরিবারের অনেকেই ৩৩৩ কল দিয়ে খাদ্য সহায়তা চেয়ে আবেদন করেন। এ পর্যন্ত ১১৯টি আবেদনের মধ্যে থেকে যাচাই-বাছাই করে ৬০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ডিপিএম) বাস্তবায়নে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


বিবার্তা/এএইচএস/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com