শিরোনাম
হাতীবান্ধায় বিলুপ্ত ছিটমহলবাসির ছয় বছর পূর্তি উদযাপন
প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ১৬:২৭
হাতীবান্ধায় বিলুপ্ত ছিটমহলবাসির ছয় বছর পূর্তি উদযাপন
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

৬৮ বছরের বন্দিদশা জীবন থেকে মুক্তি পেয়েছিলো এই দিনে ছটমহলবাসি। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারীবাসি ছিটমহল বিলুপ্তের ৬ বছর পূর্তি পালন করেছে। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে ছিটমহল বিনিময়ের ৬ বছর পূর্তি পালন করা হয়।


শনিবার (৩১ জুলাই) রাত ১২টা ১মিনিটে উপজেলার বিলুপ্ত ছিটমহলের আজিমপুর উত্তর গোতামারী মঈনুল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৬৮টি মোমবাতি প্রজ্বলন করে ৬ বছর পূর্তি পালন করা হয়েছে।


এর আগে রাত ১১ টায় ছিটমহল বিনিময় কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷


এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের সমন্বয় কমিটির লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, গোতামারী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলিফ, সাবকে ইউপি সদস্য খলিল ও বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা ইউসূফ আলী।


পরে বিলুপ্ত ছিটমহলবাসি সবার মাঝে আনন্দ ভাগাভাগি করে নিতে এক নৈশভোজের আয়োজন করেন।


উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ জুলাই মধ্য রাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে মুজিব-ইন্দিরা স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দিন বাংলাদেশের অভ্যন্তরের ১১১ টি ছিটমহল এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১ টি ছিটমহল দুই দেশের ভূ-খন্ডে যুক্ত হয়। এতে করে দীর্ঘ ৬৮ বছরের বন্দিদশা জীবন থেকে পেয়ে বাংলাদেশ-ভারতের নাগরিক হওয়ার সুযোগ পান৷


বিবার্তা/তমাল/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com