শিরোনাম
‘সবাইকে টিকা দিতে কাজ করছে সরকার’
প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ১৭:৫২
‘সবাইকে টিকা দিতে কাজ করছে সরকার’
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান বলেছেন, শতভাগ জনগণকে করোনা টিকা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে সরকার।


জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় জনগণকে করোনা টিকা গ্রহণে উদ্ধুদ্ধ ও অনুপ্রানিত করার পাশাপাশি টিকাদান প্রক্রিয়া আরো সহজতর করার লক্ষ্যে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে করোনা টিকা রেজিস্ট্রেশন বুথের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।


শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার মুক্তিযোদ্ধা সংসদ মোড়ের উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন করেন তিনি।


এসময় প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে সরিষাবাড়ি উপজেলায় মোট ১৯টি রেজিস্ট্রেশন বুথ স্থাপন করা হয়েছে। প্রতিটি বুথে রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও অনান্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ কাজ করে যাচ্ছে। এই মহামারী পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সচেতন ও করোনা টিকা গ্রহণে অনুপ্রাণিত করতে বুথের মাধ্যমে এই সেবা প্রদান কার্যক্রম জামালপুর জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে পৌঁছানোর মাধ্যমে জামালপুর জেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এর ফলে শতভাগ জনগণকে টিকার আওতায় আনা যাবে বলে আমি বিশ্বাস করি।


তিনি আরো বলেন, প্রতিটি বুথেই প্রতিনিয়ত রেজিস্ট্রেশনের পাশাপাশি স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ও অনান্য সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও, বুথের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়েও রেজিস্ট্রেশন এবং স্বাস্থ্যসুরক্ষা সেবা প্রদান করা হচ্ছে।


গতকাল সন্ধ্যায় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় এ বুথ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা এবং সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মো: হারুন অর রশিদ।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com