শিরোনাম
রাঙ্গামাটিতে অস্ত্রসহ আটক ৪
প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ১৭:০৯
রাঙ্গামাটিতে অস্ত্রসহ আটক ৪
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাঙ্গামাটি সেনা রিজিয়নের সদর জোন বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ চার সন্ত্রাসিকে আটক করেছে। শনিবার (৩১ জুলাই) লংগদু উপজেলার ছোট কাট্টলী নামক এলাকা থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মূল এর সক্রিয় চার সদস্যকে আটক করা হয়।


আটককৃতরা হলেন- সুরেন চাকমা (৩৬), অন্নাসং চাকমা (৪৫), অনিল চাকমা (১৯) এবং সাইমন চাকমা (৪০)।


এসময় তাদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৭৭ রাউন্ড এ্যামুনিশন, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি সেট, একটি সোলার চার্জার, চাঁদা সংগ্রহের রশিদ বই, ৪টি মোবাইল সেট, ১টি হাতঘড়ি, ১টি ভূয়া আইডি কার্ড, রাষ্ট্র বিরোধী শ্লোগান সম্বলিত ব্যানার, নগদ ৬৩ হাজার ৫৯২ টাকা উদ্ধার করা হয়।


নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, শনিবার ভোরে লংগদুর ছোট কাট্টলী নামক এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল এবং তারা ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র শাখার সক্রিয় সদস্য।


লংগদু থানার ওসি মোহাম্মদ আরিফুল আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের লংগদু থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।


বিবার্তা/শফিকুর/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com