শিরোনাম
জনবহুল এলাকায় অবাধে ছড়াচ্ছে ক্যান্সার সৃষ্টিকারি এসিড নিঃসৃত ধোঁয়া
প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ১৬:২৭
জনবহুল এলাকায় অবাধে ছড়াচ্ছে ক্যান্সার সৃষ্টিকারি এসিড নিঃসৃত ধোঁয়া
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনা নিয়ন্ত্রণে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করে অবাধে কারখানা খোলা রেখে এসডি দিয়ে স্বর্ণ, রোপা গলানো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। শহরের কালাইশ্রীপাড়া এলাকায় শ্রী গণেশ গোল্ড এন্ড সিলভার রিফাইনারিসহ একাধিক কারখানায় অবাধে চলছে এ কাজ।


এতে করে বিষাক্ত ধোঁয়ায় হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নির্বিঘ্নে চলে এ কাজ। বাইরে তালাবদ্ধ থাকলেও ভিতরে চলে কার্যক্রম। মাঝে মাঝে প্রশাসনের তৎপড়তা দেখলে কিছুক্ষনের জন্য কারখানা বন্ধ করে গা ঢাকা দিলেও পূনরায় চলে কাজ। এতে করে করোকালীনে মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, কারখানাটির ছাদের উপরে একাধিক মোটা পাইপ দিয়ে এসিড নিঃসৃত বিষাক্ত ধোঁয়া বের করছে। এতে আশপাশের ভবনের ভিতরে নিয়মিত ধোঁয়া প্রবেশ করছে। মহামারি করোনায় যখন পুরো বিশ্ব বিপর্যস্ত তখন এর বিষাক্ত ধোঁয়া নাকে মুখে প্রবেশ করায় শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিল রোগের সৃষ্টি হচ্ছে। সম্প্রতি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিকবার অভিযান চালালেও উপস্থিতি টের পেয়ে দোকান তালা দিয়ে পালিয়ে যান।


অভিযোগ রয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই র্স্বণ এখানে এনে গলানো হয়। ইতিমধ্যে আশপাশের দোকান থেকে চোরাই স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। সাধারণ লোকজনের দাবি, বিষাক্ত কারখানাটি জনবহুল এলাকা থেকে সরিয়ে লোকবসতি যেখানে কম এমন স্থানে স্থান্ততর করা হোক। এ বিষয়ে তারা পরিবেশ অধিদফতরসহ জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফাইজুর রহমান বলেন, প্রাথমিকভাবে শ্বাসকষ্ট হাপানি ছাড়াও র্দীঘ মেয়াদি বিষাক্ত ধোঁয়ার প্রভাবে মানুষের শরীরে ক্যান্সারের মত জটিল রোগ হতে পারে। ব্রাহ্মণবাড়িয়া স্বর্ণ শিল্প ও জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক সুনীল বনিক, বিষাক্ত ধোঁয়া বের হওয়ার কথা স্বীকার করলেও জনবহুল এলাকায় এ ধরনের কারখানা স্থাপন করা যায় জানতে চাইলে বিষয়টি তিনি এড়িয়ে যান।


এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক নুরুল আমিন বলেন, তাদেরকে একাধিবার নোটিশ করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/আকঞ্জি/ইমরান



সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com