শিরোনাম
রাতের আঁধারে সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙচুর
প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ০৮:২৮
রাতের আঁধারে সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙচুর
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।


বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতের কোনো এক সময়ে ম্যুরালটি ভাঙচুর করা হয়েছে বলে জানায় স্থানীয়রা। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি সড়কে নরসুন্দা নদীর তীরে কিশোরগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ সম্প্রতি সৈয়দ আশরাফের ম্যুরালটি নির্মাণ করে। গত বছরের ৩০ নভেম্বর কিশোরগঞ্জ পৌর মেয়র পারভেজ মিয়া ম্যুরালটি উদ্বোধন করেন।


বৃহস্পতিবার রাতে স্থানীয়রা দেখতে পান, কে বা কারা ম্যুরালটিতে ভাঙচুর করেছে। ম্যুরালের উদ্বোধনী স্মৃতিফলকটিও ভেঙে ফেলা হয়েছে।


খবর পেয়ে রাত ১১টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ ও পৌরসভার মেয়র পারভেজ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


কিশোরগঞ্জের পুলিশ সুপার ও জেলা প্রশাসক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কে বা কারা এর সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করা হবে। এ ঘটনায় তারা আইনি ব্যবস্থা নেবেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com