শিরোনাম
বিধিনিষেধ না মানায় হিলিতে ৯ জনকে জরিমানা
প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ২০:৪৬
বিধিনিষেধ না মানায় হিলিতে ৯ জনকে জরিমানা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারাদেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে দিনাজপুরের হাকিমপুর (হিলিতে) সরকারি বিধিনিষেধ না মেনে অপ্রয়োজনে ঘোরাফেরা ও দোকান খোলা রাখায় ৯ জনকে ছয় হাজার নয়শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বুধবারের (২৮ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি বাজার ও পৌর এলকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম।


হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম বলেন, করোনার সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।


তিনি আরও বলেন, আজ অভিযান চলাকালে হিলি বাজার ও পৌর এলাকায় স্বাস্থ্যবিধি না মানা, সরকারি নির্দেশনা অমান্য করায় ৯ জনকে ৬ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।


বিবার্তা/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com