শিরোনাম
লকডাউন না মানায় কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতে ১০৮টি মামলায়
প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ১৯:১০
লকডাউন না মানায় কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতে ১০৮টি মামলায়
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে লকডাউন অমান্য করায় ১০৮টি মামলার মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সরকারঘোষিত লকডাউন উপেক্ষা করে অটোরিক্সা, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চালানো, অতিরিক্ত যাত্রী বহণ ও মাস্কবিহিন চলাচল করা ও দোকানপাট খুলে রাখায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব জরিমানা আদায় করেন।


২৩ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত জেলার ৯ উপজেলায় এ জরিমানা আদায় করা হয়।


জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, জেলা শহরসহ ৯ উপজেলায় লকডাউন বাস্তবায়ন করতে জেলা ও উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


বিবার্তা/সৌরভ/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com