শিরোনাম
মাদকমুক্ত তারুণ্যের জন্য সিংড়ায় জিমনেসিয়াম করা হলো: পলক
প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ২০:২০
মাদকমুক্ত তারুণ্যের জন্য সিংড়ায় জিমনেসিয়াম করা হলো: পলক
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, পরিমিত খাদ্যাভাসে শরীর সুস্থ থাকে। এছাড়া নিয়মিত হাঁটা ও ব্যায়াম করলে শরীর ও মন থাকে চাঙ্গা। এই বৈশ্বিক মহামারির সময়ে সবাইকে পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। তবেই একটি সুস্থ, সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব হবে।


সিংড়ায় তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে জিমনেসিয়াম চালু করা হলো জানিয়ে তিনি আরও বলেন, সবাইকে সুস্থ ও সবল দেহ গড়ে তুলতে হবে। একইসঙ্গে উন্নত, আধুনিক, নিরাপদ ও মানবিক সিংড়া গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।


সোমবার নাটোরের সিংড়ায় জিমনেসিয়াম ফিট অ্যান্ড ফাইন ইউথ ফ্রেন্ডস অ্যান্ডস ফ্যামিলি ও সিংড়া ডায়াবেটিক সমিতির সম্প্রসারিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


সিংড়া উপজেলা কোর্ট চত্বরের ডায়াবেটিক সমিতি ভবনে উপজেলা নির্বাহী অফিসার সামিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, প্রফেসর আতিকুর রহমান, রবীন্দ্র গবেষক ড. আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা অফিসার আতিকুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হাসানুজ্জামান, ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল প্রমুখ।


প্রতিমন্ত্রী পলক এর আগে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস ভবন উদ্বোধন, ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় ৫৭১ জন শ্রমিকদের মাঝে নগদ ৫০০ টাকা এবং ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত ২৮ জনকে ১৪ লাখ টাকার চেক প্রদান করেন।


এসব অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তিনি যদি বেঁচে থাকতেন, অল্প সময়ে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতো। কিন্তু ঘাতকরা সে সুযোগ দেয়নি। তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে দেশকে প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। আইসিটি বিভাগ এদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করছে।


তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে আইসিটি বিভাগ সকল মন্ত্রণালয়ের মধ্যে সেরা হিসেবে পুরস্কৃত হয়েছে।


পলক বলন, শ্রমজীবী মানুষদের শ্রমের মূল্য বঙ্গবন্ধু দিতেন, তেমনি তার সুযোগ্য কন্যা শ্রমজীবী মানুষের দুঃখ দুর্দশার খবর রাখেন। এজন্যই শ্রমজীবী, কর্মহীন মানুষদের সরকার মানবিক সহায়তা, খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। কেউ না খেয়ে থাকবে না, কেউ গৃহহীন থাকবে না। সরকার এজন্য আন্তরিকতার সাথে কাজ করছে। করোনা কালিন এ দুর্যোগে সরকার সবাইকে নিয়ে কাজ করছে। বিগত সকল দুর্যোগে আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। ইতোমধ্যে সিংড়া উপজেলায় আমরা ১০ লাখ বৃক্ষ রোপণ করেছি। দুই লাখ বিতরণ করা হয়েছে। আরো দুই লাখ মাস্ক বিতরণ করা হবে। ৪০ টি করোনা প্রতিরোধ বুথ স্থাপন করা হয়েছে।


এসব অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ শ্রমিক নেতৃবৃন্দ।


বিবার্তা/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com