শিরোনাম
দোতলা বাড়ির মালিকও পেয়েছেন প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর!
প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ১৯:৩১
দোতলা বাড়ির মালিকও পেয়েছেন প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের একটি মানুষও গৃহহীন বা ভূমিহীন থাকবে না- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ২০২০ সালের ৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছিলেন তা সারা বিশ্বে এক বিরল দৃষ্টান্ত। কিন্তু প্রধানমন্ত্রীর এই মহৎ কাজকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।


প্রধানমন্ত্রীর উপহার হিসাবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের জমি ও ঘর দেয়ার কথা থাকলেও বাস্তবে অনিয়ম করে কিছু ঘর দেয়া হচ্ছে স্বচ্ছল পরিবারকেও।এমন ৫ স্বচ্ছল পরিবারের তথ্য পাওয়া গেছে।


জানা গেছে, ঢাকার সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নে স্থানীয় প্রভাবশালী নেতাদের সুপারিশ ও তদবিরে ঘর বরাদ্দ পাওয়া ৫ স্বচ্ছল পরিবারের সদস্যরা হলেন- সাভারের কাঞ্চনপুরের রিজিয়া বেগম, ভাগলপুরের মো. রাসেল, পাথালিয়ার কালু মিয়া, দরিয়াপুরের শাহনাজ পারভিন ও চকলগ্রামের আব্দুর রশিদ। এদের মধ্যে রিজিয়ার নামে সাভার বক্তারপুরে দোতলা বাড়ি রয়েছে। আব্দুর রশিদ পেশায় ঠিকাদার। উত্তরাধিকার সূত্রে তার নামে জমি আছে। পাথালিয়ায় কালু মিয়ার ৯ শতাংশ জমি রয়েছে। এলাকায় স্বচ্ছল ব্যক্তি হিসেবেই তিনি পরিচিত। রাসেল চটপটির ব্যবসা করেন। আগে পোশাক কারখানায় চাকরি করতেন। গ্রামে তার কৃষি জমি আছে। আর গৃহিণী শাহনাজের স্বামী পেশায় রাজমিস্ত্রি। গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়ায়। গ্রামে তার বসতভিটা ও কৃষি জমি রয়েছে। এসব স্বচ্ছল পরিবার ঘর ও জমি পাওয়ায় স্থানীয় লোকজন অসন্তোষ প্রকাশ করেছেন।


এদিকে, সুবিধাভোগী নির্বাচনের পাশাপাশি ঘর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে ব্যবহৃত টিনের মান নিয়ে বিতর্ক আছে। এছাড়া কাঁচা কাঠ ব্যবহার করা হয়েছে যা কিছুদিনের মধ্যেই বেঁকে যায়। বৈরী আবহাওয়ায় এসব ঘর টিকে থাকবে কিনা এ প্রশ্ন অনেকেরই।এছাড়া, প্রকল্প এলাকার প্রায় এক তৃতীয়াংশ কাদা-পানিতে ডুবে আছে। বেহাল রাস্তা ও পানির কারণে ঘর বরাদ্দ পেয়েও অধিকাংশ লোকজন এখনো বসবাস শুরু করেননি।


প্রসঙ্গত, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঢাকার সাভার উপজেলায় প্রথম ধাপে চলতি বছরের জানুয়ারিতে ৪১ পরিবারকে জমি ও ঘর দেয়া হয়। দ্বিতীয় ধাপে জুন মাসে আরো ৫১ পরিবারকে দেয়া হয়।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com