শিরোনাম
লালমনিরহাটে বিধিনিষেধ অমান্য, জরিমানা ৮৮ হাজার টাকা
প্রকাশ : ০৪ জুলাই ২০২১, ২২:৫৮
লালমনিরহাটে বিধিনিষেধ অমান্য, জরিমানা ৮৮ হাজার টাকা
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্যে করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৪২টি মামলা ও ৮৮ হাজার ৪৯০ টাকা জরিমানা করা হয়েছে।


রবিবার (৪ জুলাই) জেলার ৫ উপজেলায় ১৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে এই মামলা ও জরিমানা করা হয়।


জানাগেছে, গত ২৪ ঘণ্টার জেলার ৫ উপজেলার বিভিন্ন পয়েন্টে ১৬টি মোবাইল কোর্ট দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এতে লকডাউনের চতুর্থ দিনে জেলার ৫টি উপজেলায় ২৪২টি মামলা ও ৮৮ হাজার ৪৯০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।


এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, ঘোষিত লকডাউনে উপজেলাসমূহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনাররা (ভূমি)। এ ছাড়া যারা মাস্ক পরেননি কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেছেন, তাদেরও মামলা ও জরিমানা করা হয়েছে।


বিবার্তা/তমাল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com