শিরোনাম
সাপাহারে গ্রামীণ জনপদে অবহেলিত ২ কিঃ মিঃ রাস্তা
প্রকাশ : ০২ জুলাই ২০২১, ১৬:৫০
সাপাহারে গ্রামীণ জনপদে অবহেলিত ২ কিঃ মিঃ রাস্তা
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বর্তমান সময়ে দেশের প্রতিটি শহর বন্দর, গ্রাম-গঞ্জে যোগাযোগ ব্যবস্থার বেশ উন্নয়ন হলেও নওগাঁর সাপাহার উপজেলায় গ্রামের অনেক রাস্তা ঘাট এখনও অবহেলিত রয়েছে।


এই রাস্তার সংবাদ বেশ কয়েকবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলেও কর্তৃপক্ষ নজর না দেয়ায় এখনও রাস্তাটি অবহেলিত রয়ে গেছে । বর্ষায় রাস্তাটির বেহাল অবস্থায় এখন জনদুর্ভোগ চরমে উঠেছে।


সাপাহার সদর ইউনিয়নের পিছলডাঙ্গা, নাওয়াডাঙ্গা, সিংগাহার, শাহাবাজপুর, মধ্যপাড়া, মলপাড়া, পানিতৈড়সহ প্রায় ৮/১০টি গ্রামের লোকজন চলাচল করে থাকে ওই রাস্তা দিয়ে। রাস্তার কারণে এলাকার আমচাষীদের লভ্যাংশের একাংশ অর্থ খরচ হয়ে থাকে তাদের পরিবহনে। রাস্তার অবস্থা দেখে কোনো পরিবহন চলতে চায় না। তাই পরিহন ভাড়ার কয়েক গুন দিয়ে এলাকা থেকে আম উপজেলা সদরের বাজারে আনতে হয়।


বর্তমানে সাপাহার উপজেলার সদর ইউনিয়নের বাসুলডাঙ্গা পাকা রাস্তা হতে পিছলডাঙ্গা প্রায় ২ কিলোমিটার ওই রাস্তাটি দ্রুত গতিতে পাকাকরণের জন্য এলাকার জনসাধারণ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


বিবার্তা/নয়ন/ইমরান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com