শিরোনাম
কুষ্টিয়ায় করোনা ওয়ার্ডে একদিনে ৮ জনের মৃত্যু
প্রকাশ : ১৯ জুন ২০২১, ১৪:৫৪
কুষ্টিয়ায় করোনা ওয়ার্ডে একদিনে ৮ জনের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘন্টায় সাত জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের সবাই করোনা পজেটিভ হয়ে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে শুক্রবার রাতে সাত জন ও শনিবার সকালে একজন মারা গেছেন।


কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাতে সাত জন মারা গেছে। আর সকালে মারা গেছে একজন। এটি কুষ্টিয়ায় একদিনে সব থেকে বেশি মৃত্যু।


কুষ্টিয়ায় প্রতিদিন করোনা শনাক্ত বাড়ছে। করোনা রোগী বাড়ার ফলে হাসপাতালে করোনা ওয়ার্ডে শয্যা ও অক্সিজেন সংকট দেখা দিয়েছে। হাসপাতালে কোনো বেড খালি নেই। ১০০ বেডের বিপরীতে ভর্তি আছে ১১৩ জন রোগী।


শুক্রবার (১৮ জুন) ৩৬৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১১২ জন। গড় শনাক্ত প্রায় ৩২ শতাংশ। এর আগের দিন ১৭ জুন শনাক্ত হয় ১৫৬ জন। শনাক্তের হার ছিলো ৪০ শতাংশের বেশি। গত ১৫ দিন ধরে রোগী শনাক্তের হার ও মৃত্যু উর্ধ্বমুখী। কুষ্টিয়া করোনা নিয়ন্ত্রণে আনতে কঠোর বিধি নিষেধ চলছে।


বিবার্তা/শরীফুল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com