শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ঘর পাচ্ছে আরো ২২৯৬ গৃহহীন পরিবার
প্রকাশ : ১৮ জুন ২০২১, ১৫:৫০
ঠাকুরগাঁওয়ে ঘর পাচ্ছে আরো ২২৯৬ গৃহহীন পরিবার
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় ধাপে সরকারি ঘর পাচ্ছে ২ হাজার ২৯৬টি গৃহহীন পরিবার। এর মধ্যে আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলায় দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১ হাজার ৮০৫টি ঘরের উদ্বোধন করবেন।


শুক্রবার (১৮ জুন) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।


জেলা প্রশাসকের তথ্য মতে, দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও জেলায় বরাদ্ধপ্রাপ্ত গৃহের সংখ্যা ২ হাজার ২৯৬টি। এর মধ্যে সদর উপজেলায় ৩০০টি, পীরগঞ্জ উপজেলায় ৫০০টি, রানীশংকৈল উপজেলায় ২৯৬টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৮০০টি ও হরিপুর উপজেলায় ৪০০টি।


আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলায় উদ্বোধন যোগ্য ১ হাজার ৮০৫টি ঘরের উদ্বোধন করবেন। এর মধ্যে সদর উপজেলায় ১০০টি, পীরগঞ্জ উপজেলায় ৪৮০টি, রানীশংকৈল উপজেলায় ২৭৫টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৫০টি ও হরিপুর উপজেলায় ৪০০টি।


এর আগে প্রথম পর্যায়ে জেলায় ২ হাজার ৩টি ঘরের কাগজপত্র সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।


জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপ-পরিচালক (স্থানীয় সরকার) নূর কুতুবুল আলম, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রামকৃষ্ণ বর্মন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, সহকারি ভূমি কমিশনার(সদর) কামরুল হাসান সোহাগ, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাকসুদা আক্তার মাসু, প্রেসক্লাব সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিধান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com