শিরোনাম
আশুলিয়ায় অতিরিক্ত আইজিপি শহিদুল
নারী শ্রমিকদের নির্বিঘ্নে চলাচলে শিল্প পুলিশের টহল জোরদার
প্রকাশ : ০৩ জুন ২০২১, ১৫:৩৪
নারী শ্রমিকদের নির্বিঘ্নে চলাচলে শিল্প পুলিশের টহল জোরদার
প্রিন্ট অ-অ+

কারখানা ছুটির পরে নারী শ্রমিকরা যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে সেজন্য মহাসড়কে শিল্প পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি শহিদুল ইসলাম। তিনি বলেন, নেআি সাথে চলন্ত বাসে আর কোন নারী শ্রমিক যেন ধর্ষণের শিকার না হয় সেজন্য পুলিশকে সর্তক অবস্থানে রাখা হয়েছে।


বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশ কার্যালয়ে কারখানার মালিক, শ্রমিক, জনপ্রতিনিধি ও শ্রমিক নেতাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।


অতিরিক্ত আইজিপি এসময় আরো বলেন, শ্রমিকদের সরকার সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে। বাংলাদেশের রফতানিতে শ্রমিকদের ভূমিকা অনেক জানিয়ে তিনি আরো বলেন, করোনাভাইরাসের কারণে এপর্যন্ত সারাদেশে ৩২১টি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। মালিক ও শ্রমিকদের মাঝে সুসর্ম্পক বজায় থাকলে কারখানায় উৎপাদন দ্বিগুণ হয় ও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনা বলে জানিয়ে তিনি আসন্ন কোরবানীর ঈদের আগেই পোশাক কারখানার শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস দেয়ার জন্য মালিকদের প্রতি আহবান জানান।


মতবিনিময় সভায় এসময়,সাভার পৌর মেয়র আব্দুল গণি,বাংলাদেশ পোশাক রফতানি প্রস্তুতকারণ প্রতিষ্ঠান (বিজিএমইএর) সহ-সভাপতি খালেদ মুনসুর, শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার আসাদুজ্জামানসহ আরো অনেকে।


বিবার্তা/শরীফুল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com