শিরোনাম
ভোলায় ১৭ জন কোরআনে হাফেজদের মাঝে পাগড়ী প্রদান
প্রকাশ : ১১ মে ২০২১, ২২:২১
ভোলায় ১৭ জন কোরআনে হাফেজদের মাঝে পাগড়ী প্রদান
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলায় খলিফাপট্টি ফেরদাউসিয়া হাফেজিয়া ও নূরানী মাদ্রাসার ১৭ জন পবিত্র কোরআনে হাফেজদের মাঝে পাগড়ি প্রদান করা হয়েছে। এসময় তাদের মাঝে উপহার সামগ্রী, নগদ অর্থ বিতরণ ও দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।


গত ২৬ রমজান ভোলা সদর খলিফাপট্টি ফেরদাউসিয়া জামে মসজিদে বাদ এশা নতুন পবিত্র কোরআনে হাফেজদের পাগড়ি পরিয়ে দেয়া সহ, উপহার সামগ্রী, নগদ অর্থ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।


পবিত্র কোরআনে হাফেজদের পাগড়ি পরিয়ে দেন ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস সহ অত্র মসজিদের পরিচালনা কমিটির সদস্যগণ।


নতুন পবিত্র কোরআনে হাফেজগণ হলেন, ভোলা সদর উপজেলা ভেলুমিয়া ইউনিয়নের মোঃ ওসমান হাওলাদারের ছেলে হাফেজ মুহাম্মদ মেহেদী হাসান, ভোলা সদরের মহাজনপট্টি এলাকার মরহুম মোঃ ফিরোজ আহমেদের ছেলে হাফেজ মুহাম্মদ সাখাওয়াত হোসাইন, বরিশালের বাকেরগঞ্জের আলহাজ্ব মাওঃ শাহজাহানের ছেলে হাফেজ মুহাম্মদ মাসুম বিল্লাহ, ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মোঃ সাইফুল ইসলামের ছেলে হাফেজ মুহাম্মদ রবিউল হাসান, চরফ্যাশন উপজেলার মোঃ আতাউর রহমানের ছেলে হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ আল মিরাজ, ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মোঃ আবুল কালামের ছেলে হাফেজ মুহাম্মদ আবু বকর সিদ্দিক, চরফ্যাশনের দক্ষিণ আইচার মোঃ হোসেনের ছেলে হাফেজ মুহাম্মদ তাওহিদুল ইসলাম (শাকিল ), লালমোহন উপজেলার মোঃ মাঈন উদ্দিনের ছেলে হাফেজ মুহাম্মদ মায়াজ, বোরহানউদ্দিন উপজেলার খায়ের হাট এলাকার মোঃ বাবুল খানের ছেলে হাফেজ মুহাম্মদ মাহমুদুল হাসান, নোয়াখালী লক্ষীপুরের মাওলানা মাশাউদুর রহমানের ছেলে হাফেজ মুহাম্মদ আব্দুল হামিদ, লালমোহন উপজেলার মোঃ আঃ হান্নানের ছেলে হাফেজ মুহাম্মদ আফনান শাহজী, ভোলা সদর উপজেলা আলীনগর ইউনিয়নের মোঃ ফারুক মুন্সীর ছেলে হাফেজ মুহাম্মদ মারুফ হোসেন, ভোলা সদর উপজেলা ঘুইংগারহাট এলাকার মরহুম হাফেজ জিয়া উদ্দিনের ছেলে হাফেজ মুহাম্মদ আরাফাত রহমান, ভোলা সদর উপজেলার গাজীপুর রোডের মোঃ হাসানের ছেলে হাফেজ মুহাম্মদ হাসনাইন আহমেদ হাসিব, ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের মোঃ মিরাজুল ইসলামের ছেলে হাফেজ মুহাম্মদ রিফাত মাহমুদ, লালমোহন উপজেলার মোঃ শাহে আলমের ছেলে হাফেজ মুহাম্মদ মোবারক হোসেন।


পবিত্র কোরআনে হাফেজদের সমাপনী, পাগড়ি পরিয়ে দেয়া ও দোয়া মুনাজাত অনুষ্ঠানটি পরিচালনা করেন খলিফাপট্টি ফেরদাউসিয়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ মজির উদ্দিন।


বিবার্তা/শাহীন/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com