শিরোনাম
হবিগঞ্জে ভারতফেরত ৮ জন কোয়ারেন্টাইনে
প্রকাশ : ১১ মে ২০২১, ১২:০৩
হবিগঞ্জে ভারতফেরত ৮ জন কোয়ারেন্টাইনে
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতফেরত হবিগঞ্জের আটজনকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। তাদেরকে জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।


মঙ্গলবার (১১ মে) সকালে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।


তারা জানান, ওই আটজন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। এর মধ্যে চারজন ৬ মে এবং চারজন ১০ মে দেশে প্রবেশ করেন।


ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বলেন, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। যদি পজিটিভ আসে তবে তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হবে। আর নেগেটিভ এলে ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে ছেড়ে দেয়া হবে।


উল্লেখ্য, সোমবার পর্যন্ত জেলায় ২ হাজার ৪২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৮৪৬ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জনের।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com