শিরোনাম
লকডাউনের প্রতিবাদে ইসলামপুরের ব্যবসায়ীদের বিক্ষোভ
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২১, ১৬:২৭
লকডাউনের প্রতিবাদে ইসলামপুরের ব্যবসায়ীদের বিক্ষোভ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের চলমান লকডাউনের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে পুরান ঢাকার ইসলামপুরের ব্যবসায়ীরা। এসময় স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেয়ার দাবি জানান তারা।


সোমবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় লকডাউনের প্রথম দিনে ইসলামপুর-পাটুয়াটুলি রোডে কয়েকশো ব্যবসায়ী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।


এসময় ব্যাবসায়ীরা গরীব মারার লকডাউন আমরা মানিনা, মানবোনা বলে শ্লোগান দেন। তারা বলেন, আগে মানুষের পেটে ভাত দিন, তারপরে লকডাউন। গত বছর লকডাউনের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। সেটা এখনও পুষিয়ে না উঠতেই আবারও লকডাউন। তারা আরও বলেন, সামনেই রোজার ঈদ। ব্যবসার ভরা মৌসুম। তাই ঈদ উপলক্ষে লকডাউন তুলে দেওয়ার দাবিও জানান তারা।


কোতোয়ালী থানার ওসি মিজানুর রহমান বলেন, ব্যবসায়ীরা সকাল থেকে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছিলেন। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবি জানান। আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।


বিবার্তা/আদনান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com